img

চাঁদপুরে দিন দিন কমছে ফসলি জমির পরিমাণ। এতে কমে আসছে কৃষি উৎপাদন। মূলত জমি ভরাট করে ঘরবাড়ি নির্মাণের কারণেই প্রতি বছর আশঙ্কা জনক হারে কমছে এ জেলার কৃষিজমির পরিমাণ।

চাঁদপুরে জমি ভরাট করে ঘরবাড়ি নির্মাণের কারণে গত পাঁচ বছরে কমেছে প্রায় সাড়ে ১০ হাজার কৃষি জমি।

এতে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। এ নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি কৃষকদের। তবে খুব একটা কাজ হচ্ছে না তাতে।

 

উল্টো, ড্রেজার দিয়ে তোলা হচ্ছে মাটি। টপ সয়েল কেটে নিয়ে ভরাট করা হচ্ছে ফসলি জমি। চাঁদপুর সদরসহ আট উপজেলার বিভিন্ন এলাকায় ঘর-বাড়ি নির্মাণের নামে এভাবেই ভরাট হচ্ছে ফসলি জমি, পুকুর ডোবা ও নালা। এতে কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণ। ফলে কর্মহীন হয়ে পড়ছেন কৃষকরা। তাদের দাবি, জমি রক্ষায় ড্রেজার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

এ ব্যাপারে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, কৃষি জমি ধ্বংস না করে পরিত্যক্ত জায়গায় ঘর-বাড়ি নির্মাণ করার নির্দেশ আছে সরকারের। নির্দেশনা অনুসারে ফসলি জমি ভরাট না করে পরিত্যক্ত জমিতে ঘরবাড়ি নির্মাণ করার পরামর্শ তাদের। তবে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় কি না সে ব্যাপারেও ভাবনা রয়েছে তাদের।

উল্লেখ্য, এ জেলার ভূমি তথ্য ঘেঁটে দেখা যায় , ২০১৭-১৮ অর্থবছরে চাঁদপুরে ফসলি জমির পরিমাণ ছিল ৯৪ হাজার ১'শ ১৭ হেক্টর। যা, ২০২১-২২ অর্থবছরে ৮৩ হাজার ৬'শ ৬৪ হেক্টরে নেমে এসেছে।

এই বিভাগের আরও খবর