img

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সবশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় নতুন রোগী ভর্তি হয়েছেন ১০৮ জন, ঢাকার বাইরে ১১২ জন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৭৪২। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৩৩১ জন ও ঢাকার বাইরে ২২ হাজার ৪১১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা মহানগরের সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে রোগী ভর্তি ৫১৪ জন। ঢাকার বাইরের হাসপাতালে ৪৮০ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ২৬৭ জনের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ১৬৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ১০২ জন।

চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৩৮৪ জন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১১৩ জন মারা যান গত মাসে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৩৪ জন। তবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অক্টোবরে। ওই মাসে ২১ হাজার ৯৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে মারা যান ৮৬ জন।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

এই বিভাগের আরও খবর