img

দীর্ঘ সাত বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও তিন ম্যাচ ওয়ানডের শেষটিতে ২২৭ রানের বড় ব্যবধানে হেরেছিল লিটনের দল। এবার ফেবারিট ভারতের বিপক্ষে শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি শুরু হয়েছে চট্টগ্রামে।

আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল ৯টায় বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ভারতের অধিনায়ক লোকেশ রাহুল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। 

পছন্দের ফরম্যাট ওয়ানডেতে তুলনামূলক ভালো করলেও সংক্ষিপ্ত কিংবা দীর্ঘ ফরম্যাটে বাংলাদেশের রেকর্ড অনেকটাই মলিন। মুখোমুখি লড়াইয়ে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাঁচ টেস্টের চারটিই জিতেছে ভারত। একটি হয়েছে ড্র। আর এ পর্যন্ত ক্রিকেটের এই দীর্ঘ ফরম্যাটে দুটি ড্র পেলেও ১১ দেখার কোনোটিতে জয় পায়নি বাংলাদেশ।

ফলে টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে রয়েছে বাংলাদেশ। সেই লক্ষ্যে গত কয়েকদিন চট্টগ্রামের মূল মাঠে কঠোর অনুশীলন করেছেন মুশফিক-রিয়াদরা। তবে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো শুধু হার এড়ানোর বার্তাই দিয়েছেন। এখন সময় শেষে বোঝা যাবে কোনদিকে গড়াবে ফল।

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন।

ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাব পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।

এই বিভাগের আরও খবর