img

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানিয়েছে ভারত অধিনায়ক লোকেশ রাহুল। ফলে ফিল্ডিংয়ে দেখা যাবে সাকিব আল-হাসানের দলকে। ভারত ও বাংলাদেশ দুই দলের একাদশেই স্পিনের আধিক্য।

বাংলাদেশ দলে প্রথমবারের মতো জায়গা হয়েছে মোহাম্মদ জাকির হাসানের।

আজ অভিষেক হচ্ছে তার। লিস্ট এ ক্রিকেটে ২টি সেঞ্চুরি ও ১৬টি অর্ধশতক আছে এই ব্যাটারের।  নাজমুল হোসেন শান্তর সঙ্গে ওপেনিংয়ে জুটি গড়ার কথা তার। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

 

ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলী, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ। , এবাদত হোসেন।

এই বিভাগের আরও খবর