img

রংপুর বিভাগে  বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা একদিনে নতুন করে ৬২ জন সহ ২ হাজার ১১৩ জনে দাঁড়ালো। এ সময়ে করোনায় আবদুর রহিম মেডিক্যাল কলেজের সাবেক পরিচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭ জনে। বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় নতুন করে ৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত  হয়েছে। এর মধ্যে রংপুরে ২৩, নীলফামারী জেলায় ৭, দিনাজপুরে ১৭, গাইবান্ধায় ৯, পঞ্চগড়ে ১, লালমনিরহাটে ২, ঠাকুরগাঁয় ২ এবং কুড়িগ্রাম জেলায় ১ জন আক্রান্ত হয়েছে।  এ নিয়ে বিভাগের ৮ জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ১১৩ জনে এবং এই বিভাগের ৭ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৭ জনে।  বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর বিভাগের মধ্যে রংপুরে সর্বাধিক সংখ্যক ৭৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। এর পরেই দিনাজপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ জনে এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭। এছাড়া  নীলফামারী জেলায় ২৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৬, গাইবান্ধা জেলায় আক্রান্ত বেড়ে ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের,  ঠাকুরগাঁয় আক্রান্ত ১৬৯ মৃত্যু হয়েছে ২, পঞ্চগড়ে আক্রান্ত ১১৬ মৃত্যু হয়েছে ২, লালমনিরহাট জেলায় সব চেয়ে কম ৬৯ জন আক্রান্ত হয়েছে এবং জেলায় করোনায় ১ জনের মৃতু হয়েছে। এছাড়া কুড়িগ্রামে করোনায় আক্রান্ত  হয়েছে মোট ১১২ জন । করোনায় আবদুর রহিম মেডিক্যাল কলেজের সাবেক পরিচালকের মৃত্যু ,দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাবেক পরিচালক ডা. আব্দুল আহাদের (৭২) মৃত্যু হয়েছে।বুধবার  সকালে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আলোকদিঘি ইউনিয়নের নিজ বাসভবনে তিনি মারা যান।দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ৮ জুন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে তার করোনা আক্রান্তের তথ্য জানা যায়। বুধবার সকালে তিনি নিজ বাসায় মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হবে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আমিন আহমেদ খান বলেন  করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৩৩৮ জন সহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়ালো ৪৪ হাজার ৮৪২ জন। এই বিভাগের ৮ জেলায় বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ১১৩ জন। এছাড়া রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় ৩৫৩ জন সহ মোট ৩৯ হাজার ১০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এসব জেলা থেকে এ পর্যন্ত ৯৪৯ জন রোগী সুস্থ্য হয়েছে। এই বিভাগের ৭ জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭ জনে।
 

এই বিভাগের আরও খবর