img

রংপুর মেডিকেল কলেজ নমুনা পরীক্ষায় নতুন করে ৫৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশসহ রংপুরে ৩১ জন, কুড়িগ্রামে ১২ জন, গাইবান্ধায় ৮ জন, লালমনিরহাটে ৭ জন, পঞ্চগড়ে ১ জন।

আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৩৬), পঞ্চগড়ের এক কিশোরী (১৬), রেঞ্জ রিজার্ভ ফোর্সের এক পুলিশ সদস্য (৩০), পুলিশ লাইন্সের এক পুলিশ সদস্য (৩৫), জেলা পুলিশের এক সদস্য (৫৯), আরটিআই কর্নারের এক চিকিৎসক, নগরীর আরকে রোড ইসলামবাগের এক চিকিৎসক (৬৩), চিকলীপাড়ার এক পুরুষ (৩২), ইসলামবাগের এক চিকিৎসক (৬৩), বৈরাগীপাড়ার এক বৃদ্ধা (৬২), মুলাটোলের এক পুরুষ (৪০), ধাপের এক চিকিৎসক (৪১), সাতগাড়ার এক নারী (২৬), কেরানীপাড়ার এক বৃদ্ধ (৭০),

আলমনগরের এক পুরুষ (৩৪), এক বৃদ্ধা (৬২), সার্কিট হাউজ লেনের এক নারী (৫০), সিও বাজারের এক বৃদ্ধ (৬১), দর্শনা ব্রাক অফিসের এক পুরুষ (৪৫), ধাপ ইঞ্জিনিয়ারপাড়ার এক পুরুষ (৪২), কামারপাড়ার এক যুবক (১৮), কেরানীপাড়ার এক পুরুষ (৫৭), শালবন মিস্ত্রিপাড়ার এক পুরুষ (৫২), সাতগাড়ার এক পুরুষ (৩০), বদরগঞ্জের এক নারী (২৭), অপর নারী (৫৩), পীরগঞ্জের এক পুরুষ (৪৪), অপর পুরুষ (৪১), অপর পুরুষ (৩০), পীরগঞ্জ থানা পুলিশের এক সদস্য (৪৬), পীরগঞ্জের এক পুরুষ (৫২), অপর পুরুষ (৩৮), গঙ্গাচড়ার এক চিকিৎসক (৩৯)।বৃহস্পতিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছে রমেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।

এছাড়া কুড়িগ্রাম সদরের এক পুরুষ (৫৫), অপর পুরুষ (৫৫), অপর পুরুষ (৪০), অপর পুরুষ (৩০), অপর পুরুষ (৩৩), উলিপুরের এক পুরুষ (৪৫) অপর পুরুষ (৩৫), ভুরুঙ্গামারী এক পুরুষ (৫০), এক নারী (৪০), চিলমারীর এক বৃদ্ধা (৬০), কাঠালবাড়ির এক পুরুষ (৪২),

গাইবান্ধা সদরের এক নারী (২৮), এক যুবক (২৬), দেবীপাড়ার এক পুরুষ (৪৫), গোবিন্দগঞ্জের এক নারী (৩২), অপর নারী (৩৫), অপর নারী (৩১), গোবিন্দগঞ্জ হাসপাতালের এক পুরুষ (৩৬), পলাশবাড়ির এক নারী (৩৪), লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালের এক চিকিৎসক (২৭), লালমনিরহাট সদরের এক নারী (৫৫), হাতিবান্ধার এক পুরুষ (৪০), এক বৃদ্ধ (৭৫), কালিগঞ্জের এক পুরুষ (৪০), অপর পুরুষ (৩৯), পাটগ্রামের এক পুরুষ (৩৩) করোনায় আক্রান্ত হয়েছেন।

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৯৪ জন। সুস্থ্য হয়েছেন ৮১৭ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। রংপুর বিভাগের করোনায় আক্রান্ত ব্যক্তিদের রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর