img

রংপুর বিভাগের ৮ জেলায় গতকাল ১৪ ই জুলাই মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত করোনায় গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৭ জেলায় করোনা ভাইরাসে নতুন করে ৮৩  জন আক্রান্ত হয়েছে। এ সময়ে রংপুর জেলায় করোনায় ১ জন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে রংপুরে ২৫, দিনাজপুুরে ২৯, নীলফামারী জেলায় ১০, গাইবান্ধায় ৭, ঠাকুরগাঁয় ৬,  কুড়িগ্রামে ২ এবং  লালমনিরহাট জেলায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের ৮ জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ২ ’শ ৪ জন। এবং এই বিভাগের ৮ জেলায় মোট মৃত্যু হয়েছে ৭১ জনের।  রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আমিন আহম্মেদ খাঁন এক প্রেসবার্তায় তথ্য নিশ্চিত করেছেন।  
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরো  জানান ,গতকাল মঙ্গলবার পর্যন্ত এই বিভাগের মধ্যে রংপুর জেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ৩’শ ১ জন করোনায় আক্রান্ত  হয়েছে এবং মৃত্যু দাঁড়িয়েছে ২২ জন। যা এই বিভাগে এখন পর্যন্ত সব চেয়ে বেশী। দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে দিনাজপুুর জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৮ জনে এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। নীলফামারী জেলায় আক্রান্ত বেড়ে হয়েছে ৪৯৫ জন এবং মৃত্যু হয়েছে ৮, গাইবান্ধা জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জন এবং মৃত্যু দাঁড়িয়েছে ১০ জনে, ঠাকুরগাঁয় আক্রান্ত দাঁড়িয়েছে ২৬২ মৃত্যু হয়েছে ২, পঞ্চগড়ে আক্রান্ত ১৭৭ এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে, লালমনিরহাট জেলায় ২১১  জন আক্রান্ত হয়েছে এবং ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুড়িগ্রামে আক্রান্ত  বেড়ে হয়েছে ২৮০ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের । এদিকে করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৩৫৭ জন সহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৮১ জন। এছাড়া রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় ৩৭৮ জন সহ মোট ৪৭ হাজার ৫২৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এসব জেলা থেকে এ পর্যন্ত  ২ হাজার ৬’শ ৪৩ জন রোগী সুস্থ্য হয়েছেন।  
 

এই বিভাগের আরও খবর