img

৫ অক্টোবর থেকে ব্যবহারকারীদেরকে উইন্ডোজ ইলেভেন দেওয়া শুরু করবে মাইক্রোসফট। বিনামূল্যে আপগ্রেড হিসেবেই উইন্ডোজ টেন পিসিতে আপডেট করে নেওয়া যাবে এটি।

 

আবার চাইলে উইন্ডোজ ইলেভেন প্রি-লোডেড হার্ডওয়্যারও কিনে নিতে পারবেন আগ্রহীরা।

 

মাইক্রোসফটের উইন্ডোজ বিপণণ মহাব্যবস্থাপক অ্যারন উডম্যান জানিয়েছেন, সব উপযোগী ডিভাইসে উইন্ডোজ ইলেভেন আপগ্রেড ২০২২ সালের মাঝে চলে আসবে।

 

বর্তমানে উইন্ডোজ টেন পিসিতে উইন্ডোজ ইলেভেন আপডেট এসেছে কি না, তা উইন্ডোজ আপডেট নিজে থেকেই ব্যবহারকারীকে জানিয়ে দেবে। আবার ব্যবহারকারীরা চাইলে মাইক্রোসফটের নিবেদিত পিসি হেলথ চেক অ্যাপের মাধ্যমে নিজ ডিভাইস উইন্ডোজ ইলেভেন আপডেটের উপযোগী কি না তা-ও জেনে নিতে পারবেন।

এই বিভাগের আরও খবর