img

একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিত্বে প্রধানমন্ত্রী শেখ

হাসিনা অনুমোদিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং

কোর্সের মেয়াদ হ্রাস করে ৩ বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রনালয়ের

আত্মঘাতি উদ্যোগ বন্ধ এবং জনগণকে নির্মাণ কাজে জিম্মি করে

জাতীয় স্বার্থবিরোধী বিএনবিসি-২০২০ এর সংজ্ঞা ও কয়েকটি ধারা/

উপ-ধারা সংশোধনসহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও ঘোষনা অনুযায়ী

ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যাদি ৪দফা বাস্তবায়নের

দাবীতে রংপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম

পরিষদ রংপুরের উদ্যোগে বুধবার রাত ৮টায় নগরীর পাবলিক লাইব্রেরীস্থ

রঙ্গপুর সাহিত্য পরিষদ হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে

৪দফা দাবী উপস্থাপন করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র

শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের সদস্য সচিব মোঃ ফাইজুল ইসলাম

রাজু। দাবী গুলো হলেন- ১। একাধিক জাতীয় কমিটির সুপারিশের

ভিত্তিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত চলমান ৪ বছর

মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ হ্রাস করে ৩

বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রনালয়ের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ

অবিলম্বে বন্ধ এবং ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এই

কোর্স আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে। ২।

প্রধানমন্ত্রীর ২০১৮ সালের সদয় নিদের্শনা ও সরকারের আন্তঃমন্ত্রনালয়

কমিটির সুপারিশের আলোকে বিএনবিসি-২০২০ এর

জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা-উপধারা সংশোধন করণ এবং

আন্তঃমন্ত্রনালয় কমিটির সুপারিশের আলোকে ঢাকা ইমারত নির্মাণ

বিভিমালা-২০০৮ সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করতে হবে। ৩।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের

স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ,

সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত সংস্থা, পেট্রোবাংলা

 

কর্পোরেশন ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানীতে ডিগ্রি ও

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুপাত ১:৫ রেখে জনকল্যানে অর্গানোগ্রাম

প্রণয়ন, সকল বিদ্যুৎ কোম্পানীতে জ্যেষ্ঠতার ভিত্তিত্বে পদোন্নতি

প্রদানে সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে প্রজ্ঞাপন করা, প্রাইভেট সেক্টওে

কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন নির্ধারণ ও পদবি

প্রদান এবং শুধু চাকুরির উপর নির্ভরশীলতা হ্রাস করতে উদ্যোক্তা

হিসেবে গড়ে তুলতে সরকারী সহযোগিতা প্রদান করতে হবে। এবং ৪।

পলিটেকনিক ইনস্টিটিউট ও টিভিইটি প্রতিষ্ঠান সমূহের শিক্ষক

স্বল্পতা, শ্রেণী শিক্ষক, ল্যাব, ওয়ার্কশপ সংকটসহ শিক্ষকদের পদোন্নতি ও

শিক্ষক-কর্মচারীদের দ্বিতীয় শিফ্ধসঢ়;ট দুর্যোগকালিন সময়ে দায়িত্ব

পালনে সম্মতি প্রদান, স্টেপ প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ ও বেতন,

পদোন্নতি প্রদান করা এবং ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাষ্ট্রিয়াল প্রশিক্ষণ

ভাতাবৃদ্ধিসহ ২৮টি ইমাজিং টেকনলজির বেকার ডিপ্লোমা

গ্রাজুয়েটদের কর্মস্থাপনের প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা।

এ সিদ্ধান্ত আত্মঘাতী বলে মন্তব্য করে পরিষদের সদস্য সচিব ফাইজুল

ইসলাম রাজু লিখিত বক্তব্যে জানান, আন্দোলনের পরেও উক্ত উদ্যোগ থেকে

সরে না আসায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ৪ দফা দাবি

বাস্তবায়নের জন্য মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৮সেপ্টেম্বর থেকে ২৯

সেপ্টেম্বর পর্যন্ত জেলা শাখাসমূহে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে

প্রতিবাদ সভা এবং জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের

মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান।

এছাড়াও ২১অক্টোম্বর বিভাগীয় কমিশনার নিকট স্মারকলিপি প্রদান

শেষে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এর পরেও দাবি উক্ত ৪দফা দাবী

বাস্তবায়নে স্পষ্ট অগ্রগতি পরিলক্ষিত না হয় তাহলে পরবর্তীতে সংবাদ

সম্মেলনের মাধ্যমে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা

হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং

ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ রংপুরের আহ্বায়ক সাইফুর

রহমান, আইডিইবির রংপুর জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-

সভাপতি মাহবুবার রহমান, কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি

সফিউজ্জামান, যুগ্ম সম্পাদক এ এস এম আমিনুর রশিদ ও আবু

তাহেরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর